মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

৩৫ কাঠুরিয়া হত্যার বিচার দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ জন কাঠুরিয়াকে হত্যার বিচার, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে। গতকাল সকালে মিছিল শহর প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে সমাবেশ করে। নাগরিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মোহাম্মদ আলমগীর, কমিটির কেন্দ্রীয় সভাপতি আবু তাহের, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মাসুম বিল্লাহ। বক্তারা অবৈধ অস্ত্র উদ্ধার চাঁদাবাজিসহ নানা অপকর্ম বন্ধ করার দাবি জানান। উল্লেখ্য রাঙ্গামাটির পাকুয়াখালীতে ১৯৯৬ সালে ৩৫ জন কাঠুরিয়াকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছিল।

 

সর্বশেষ খবর