বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলার সেরুয়া দহপাড়া এলাকায় গতকাল বিকালে এ হামলা হয়। আহত ফেরদৌস শেখ (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি সেরুয়া দহপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌস শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন সেরুয়া দহপাড়ার ফজল হকের ছেলে সোহেল রানা। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
পাশাপাশি মাদক ব্যবসা করতেন।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত সোহেল রানাকে আটক করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত এজাহার পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।