চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফত নগর ইউনিয়নের জামশেদ চৌধুরীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মদ সুমন (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মোটর দিয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সুমন জাফতনগর ইউনিয়নের জামশেদ চৌধুরী বাড়ির হাজি আলমগীরের ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।