বগুড়ায় জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মহাস্থান মাদরাসার পাশে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাস্থান মাদরাসার পাশের জঙ্গলে একটি গাছের সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এলাকাবাসী জানায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন। উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।