দিনাজপুরের খানসামায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আফজাল হোসেন নামে তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলীবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত আফজাল হোসেন (৪৭) উপজেলার গোয়ালডিহি ইউপির বটতলীবাজার এলাকার ছপির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে আফজাল হোসেন পারিবারিক অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা সহ্য করতে না পেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের লোকজন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গতকাল সকালে তার মৃত্যু হয়। খানসামার গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।