আশুগঞ্জে পাঁচ মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। গতকাল আশুগঞ্জের উইউএনও শ্যামল চন্দ্র বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন। উপজেলার বন্দর এলাকার বেকার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। দন্ডপ্রাপ্তরা হলেন-চরচারতলা গ্রামের দুলাল, আলম, ওসমান, গাজী মিয়া ও মোস্তফা।