আট সন্তানের জননী সুফিয়া বেগম (৯০)। তিন ছেলে ও পাঁচ মেয়ের সবাই বিয়ে করে ঘরসংসার করছেন। শেষ বয়সে সন্তানদের কাছে বৃদ্ধা মায়ের চাওয়া ছিল একটু আশ্রয় ও দুই মুঠো খাবার। এই মা এখন তাদের কাছে বোঝা। ছেলেরা তাকে ফেলে গেছেন রাস্তায়। স্বামীর রেখে যাওয়া ৪০ বিঘা সম্পত্তির মধ্যে মাত্র ৩ বিঘা জমি মেয়েদের নামে লিখে দেওয়াই কাল হলো তাঁর জন্য। সুফিয়া বেগম নওগাঁর বদলগাছী উপজেলার জগৎনগর গ্রামের মাহতাবের স্ত্রী। বয়সের ভারে ঠিকমতো কথা বলতে পারেন না। করতে পারেন না চলাফেরাও। ওই বৃদ্ধা রাস্তায় পড়ে আছেন- বৃহস্পতিবার সন্ধ্যায় এমন খবর পেয়ে জগৎনগর গ্রামে যান সংবাদকর্মীরা। দেখা যায়, সুফিয়া খোলা আকাশের নিচে বালিশের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। রাতে গ্রামবাসী টাঙিয়ে দিয়েছেন মশারি। কেউ আবার কয়েল জ্বালিয়ে দিয়েছেন। পরিবারের লোকজন কেউ একনজর দেখতেও আসেননি। ছেলেদের সঙ্গে কথা বলার জন্য গেলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর দরজা বন্ধ করে দেন তারা। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের মধ্যস্থতায় মশিউর রহমান নামে এক ছেলে মাকে নিয়ে তার বাড়িতে জায়গা দেন। স্থানীয় মথুরাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন বলেন, ‘সুফিয়ার স্বামীর ৪০ বিঘা জমির প্রায় সবই ছেলেরা ভোগদখল করছেন। এ ছাড়া কিছু জমি ছেলেরা আগেই বাবার কাছ থেকে লিখে নেন। বিষয়টি জানতে পেরে সুফিয়া বেগম তার নামে থাকা ৩ বিঘা মেয়েদের লিখে দেন। এরপর ছেলেদের কাছে শত্রু হয়ে যান মা।’ তিনি আরও বলেন, ‘সুফিয়ার বড় ছেলে মোতাহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্য দুই ছেলে মশিউর ও আতোয়ার কৃষি কাজ করেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। আট বছর আগে স্বামী মারা যান।’ বদলগাছী থানার এসআই নিহার চন্দ্র বলেন, ‘বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃদ্ধার ছেলেদের সঙ্গে কথা বলেছি। এখন ছেলে মশিউর রহমানের কাছে আছেন সুফিয়া বেগম।’ মায়ের ভরণপোষণের দায়িত্ব না নিলে ছেলেমেয়েদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি। বদলগাছীর ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, ‘বৃদ্ধার সঙ্গে আবার এমন ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
আট সন্তানের কাছে ঠাঁই হয়নি বৃদ্ধার, ফেলে গেলেন রাস্তায়
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর