বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে গতকাল কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। লাঠিখেলা দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ।
আয়োজকরা জানান, এ ঐতিহ্যবাহী খেলা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।