লালমনিরহাটের কালীগঞ্জে জান্নাতি আক্তার নামে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী বাজারে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। কর্মসূচির আয়োজন করেছে ভোটমারী মদাতি ইউনিয়ন ও ডাউয়াবাড়ী বিএনপি। বিক্ষোভকারীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।