টাঙ্গাইলের সখীপুরে যুবদল নেতার বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় হারুন মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে সখীপুর পৌরসভার সিকদারপাড়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় এ অভিযান চালানো হয়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। গতকাল পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।