চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেছে এক প্রকৌশলীর। দিনাজপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ট্রাকচাপায় মো. সোলাইমান (৩৩) নামে একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সোলাইমান উপজেলার ভাটিয়ারির উত্তর বাজার এলাকার নজির সওদাগর বাড়ির জহুর আহমেদের ছেলে। তিনি রয়েল সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন। বুধবার রাতে বাসায় ফেরার পথে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন সোলাইমান। দিনাজপুর : ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও এক যাত্রী একিন আলী (৫০) নিহত হয়েছেন। টাঙ্গাইল : টেপিবাড়ী মোড়ে গতকাল পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে বসতঘরে ঢুকে পড়ে। ট্রাকের চাপায় রমেছা বেগম (৫৫) নামে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে।