নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের শান্তিশৃঙ্খলা ও উন্নয়নে বৈষম্য নিরসনের দাবিতে সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা দক্ষিণ শাখা। এ সময় যুগ যুগ ধরে চলে আসা টেঁটাযুদ্ধ বন্ধের দাবিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন চরাঞ্চলের সর্বস্তরের জনগণ। দুর্গম চরাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নতুন থানা স্থাপন, চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়ার দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা দক্ষিণ শাখার উদ্যেগে গতকাল এ সমাবেশ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখা সভাপতি মাওলানা লিয়াকত আলী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বরকত উল্লাহ সভা সঞ্চালনা করেন। বক্তারা বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রায়পুরার চরাঞ্চলে প্রায়ই টেঁটাযুদ্ধ হয়।
তে অনেক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। টেঁটাযুদ্ধ শেষ হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে আসে। নদীপথ পেরিয়ে চরে আসতে অনেক সময় লেগে যায়। এজন্য আমাদের চরাঞ্চলে থানা স্থাপন খুব জরুরি।