চুয়াডাঙ্গায় ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া তৈরির অভিযোগে ‘রজব মশলা মিলে’ গতকাল অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠান মালিক রজব আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে মরিচের গুঁড়ায় মেশানো ক্ষতিকর রংসহ বিভিন্ন উপকরণ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এ দন্ড দেন। চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল এ তথ্য জানান।