অস্বাভাবিক জোয়ারের ঢেউ লেগে আবারও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ভাঙন হুমকিতে পড়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট এলাকার আড়াই কিলোমিটার অংশে এ অবস্থা তৈরি হয়েছে, জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ২০২৩ সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের প্রভাবে মেরিন ড্রাইভ এই অংশে ভাঙন দেখা দিয়েছিল। তখন ওই স্থান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি বিশেষ ইউনিট জিও ব্যাগে মাটি ফেলার মাধ্যমে রক্ষার উদ্যোগ নেয়। দুই বছর পরে এসে আবারও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে এবং ঢেউয়ের ধাক্কা লাগতে শুরু করেছে মেরিন ড্রাইভে। সেখানকার প্রায় দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছেন।
সাগরে জোয়ারের টেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে এক মিটার বেড়েছে, জানান আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান। তিনি বলেন, সাগরে পানির উচ্চতা স্বাভাবিকের চাইতে একটু বেশি। স্বাভাবিক সময়ে সাগরের ঢেউয়ের উচ্চতা ৩ মিটার হলেও অমাবস্যার প্রভাবে ৪ মিটারের কিছুটা বেশি। তাই ঢেউ বাঁধে আছড়ে পড়ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দেখভাল করে থাকেন। জোয়ারে ঢেউয়ের আঘাতে বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।