পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা আয়োজন করেছে জেলা ক্রীড়া অফিস। উৎসবে ফুটবল, দৌড়, বিস্কিট দৌড়, গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ ১৪টি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ নেয়। পরে দুপুরে অংশ নেওয়া সব শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।