কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে মামুন শরীফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মামুন শরীফ মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনছুর আলম ওরফে রসুর ছেলে। মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক নাজেম উদ্দিন বলেন, গভীর রাতে মারাক্কাঘোনা এলাকায় রাস্তার ওপর মামুন শরীফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।