ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যু দুই কৃষক পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তার চেক পৌঁছে দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলার ভবানীপুর এবং পশ্চিম বিষয়খালী গ্রামে গতকাল এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। নিহত দুই কৃষকের কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান কেন্দ্রীয় কৃষক দলসহ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এরপর ভবানীপুর গ্রামে বজ্রপাতে নিহত অলিয়ার রহমানের স্ত্রী শিরিনা ও মেয়ে অন্তরার হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পশ্চিম বিষয়খালী গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুল ইসলামের স্ত্রী সোহাগী নেন ২ লাখ টাকার চেক। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এমএম মজিদ, হাসান জাফর তুহিন, শহিদুল ইসলাম বাবুল, ওমমান আলী প্রমুখ।