সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ কৃষকের ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামের ঘটনা এটি। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা কৃষি অফিসের। ক্ষতিগ্রস্ত কৃষক এ ঘটনায় ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, কৃষিজমির মাঝে ‘এজিএন’ নামে একটি ইটভাটা করা হয়েছে। সম্প্রতি রাতে ওই ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনে আশপাশের প্রায় ১০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত বছরও একই কারণে ধান পুড়ে যাওয়ায় ওই ভাটামালিক কিছু কৃষককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন। উপজেলা উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। ভাটার আগুনের প্রভাবে নয়টি স্কিমের প্রায় ১৯৩ বিঘা জমির ২৩১.৬ টন ধান সম্পূর্ণ পুড়ে গেছে। কৃষক এ ঘটনায় দিশাহারা। তাদের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ ক্ষতিগ্রস্ত ষাটোর্ধ্ব বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, ‘স্বামী অসুস্থ, দীর্ঘদিন বিছানায়। অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলাম। কিন্তু মণি হাজির ইটভাটার আগুনে সব ধান পুড়ে গেছে। এখন সারা বছর কী খেয়ে থাকব, কেমন করে চলবে সংসার? স্বামীর ওষুধ কেনার টাকা কোথায় পাব?’ ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ সরকার ও কালু প্রামাণিক বলেন, ‘মণি হাজি কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করে কৃষকের ক্ষতি করেছেন। গত বছর রাতের অন্ধকারে ভাটার চিমনি খুলে দিয়ে খেতের ধান পুড়িয়ে দিয়েছিলেন। পরে আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিয়েছিলেন। এবারও একই কাজ করেছেন। ধান পুড়ে গেছে, সারা বছর কী দিয়ে আমাদের সংসার চলবে, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ কীভাবে মেটাব তা নিয়ে চিন্তায় রয়েছি।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ওই ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে ইটভাটার মালিক মণি হাজির সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
শিরোনাম
- ইউজিসির সামনে আজও অবস্থান কর্মসূচি ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
- এপ্রিল মাসের বেতন পাননি এমপিওভুক্ত পৌনে ৫ লাখ শিক্ষক-কর্মচারী
- পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ১২ 'ভারতীয় মদতপুষ্ট' সন্ত্রাসী নিহত
- সুস্থ আছেন এভারেস্টজয়ী শাকিল
- পেডিকিউর নিয়ে কেন সতর্ক হওয়া জরুরি?
- সুস্থ থাকতে রসুন ব্যবহারের কিছু ঘরোয়া উপায়
- আমি সুইসাইড করার মতো মেয়ে নই : পরীমণি
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- আখাউড়ায় হাসপাতালের মালির বিরুদ্ধে এমসি বাণিজ্যের অভিযোগ
- বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: কুমিল্লায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা
- পুকুরে ফেলে তিন মাসের শিশুকে হত্যা, মা গ্রেফতার
- গায়ক নোবেল গ্রেফতার
- রাজধানীতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন
- আমিরাতের কাছে হেরে লিটন দায় দিলেন শিশিরকে
- বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার কী পরিস্থিতি
- দেশে স্টারলিংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
- শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সে পাখির আঘাত, ইঞ্জিনে আগুন
- ভারতীয় বিমান ভূপাতিত করতে গোপনে পাকিস্তানকে নজিরবিহীন সহায়তা দেয় চীন
- ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমনে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত