সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ কৃষকের ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামের ঘটনা এটি। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা কৃষি অফিসের। ক্ষতিগ্রস্ত কৃষক এ ঘটনায় ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, কৃষিজমির মাঝে ‘এজিএন’ নামে একটি ইটভাটা করা হয়েছে। সম্প্রতি রাতে ওই ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনে আশপাশের প্রায় ১০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। তারা ক্ষতিপূরণ ও ভাটামালিকের শাস্তির দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত বছরও একই কারণে ধান পুড়ে যাওয়ায় ওই ভাটামালিক কিছু কৃষককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন। উপজেলা উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। ভাটার আগুনের প্রভাবে নয়টি স্কিমের প্রায় ১৯৩ বিঘা জমির ২৩১.৬ টন ধান সম্পূর্ণ পুড়ে গেছে। কৃষক এ ঘটনায় দিশাহারা। তাদের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ ক্ষতিগ্রস্ত ষাটোর্ধ্ব বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, ‘স্বামী অসুস্থ, দীর্ঘদিন বিছানায়। অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলাম। কিন্তু মণি হাজির ইটভাটার আগুনে সব ধান পুড়ে গেছে। এখন সারা বছর কী খেয়ে থাকব, কেমন করে চলবে সংসার? স্বামীর ওষুধ কেনার টাকা কোথায় পাব?’ ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ সরকার ও কালু প্রামাণিক বলেন, ‘মণি হাজি কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করে কৃষকের ক্ষতি করেছেন। গত বছর রাতের অন্ধকারে ভাটার চিমনি খুলে দিয়ে খেতের ধান পুড়িয়ে দিয়েছিলেন। পরে আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিয়েছিলেন। এবারও একই কাজ করেছেন। ধান পুড়ে গেছে, সারা বছর কী দিয়ে আমাদের সংসার চলবে, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ কীভাবে মেটাব তা নিয়ে চিন্তায় রয়েছি।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ওই ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে জানতে ইটভাটার মালিক মণি হাজির সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
ইটভাটায় নষ্ট ২০০ বিঘার ধান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর