ধর্ষণের বিচার চেয়ে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দপুর রেল কারখানার অস্থায়ী ভিত্তিতে চাকরিরত এক অফিস সহকারী। গতকাল নীলফামারী প্রেস ক্লাবে তিনি এ দাবি করেন। ওই নারী সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা। লিখিত বক্তব্যে তিনি জানান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা মাগুড়ার বাসিন্দা আনসার আলী আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন। তবে রেল কর্মকর্তা আনসার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।