বগুড়ার নন্দীগ্রাম থেকে হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার রনবাঘা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার শামিম আহম্মেদ সবুজ (২৮), জোকা মোল্লাপাড়ার শিবলু হোসেন (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার রফিকুল ইসলাম (২৮)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।