নওগাঁয় সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিজের একমাত্র ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বাড়ির সামনে ধরনায় বসেছেন ওই বৃদ্ধা। তার অভিযোগ, সম্পত্তি হাতিয়ে নিতে তার ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায়। ওই বৃদ্ধার নাম বিলকিস আক্তার (৭০)। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে কানাডায় থাকেন।
বৃদ্ধা বিলকিস আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তাঁর তিন সন্তান বসতবাড়ির অংশীদার হন। কিন্তু মোস্তাফিজুল ইসলাম বসতবাড়ির পুরো সম্পত্তি হাতিয়ে নিতে তার মা ও বোনদের তাদের অংশের জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। গতকাল সকালে নিজের বাড়িতে এসে তালা মারা দেখতে পান। বিষয়টি ছেলে মোস্তাফিজুলকে জানালে তিনি বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়েছেন বলে মাকে জানান। বিলকিস আক্তার বলেন, ‘সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলে তার সঙ্গে এরকম আচরণ করছে।’ মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ, তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না।’