গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের ওপর হামলার মামলায় ৩৭ আসামিকে জেলে পাঠানো হয়েছে। গতকাল তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মুকসুদপুরের কৃষ্ণাদিয়ায় পুলিশ বিশেষ অভিযানে গেলে চেয়ারম্যান আবদুর রহমান মীরের নেতৃত্বে অন্তত ৩৭ জন নামধারীসহ ১০০-১৫০ অজ্ঞাতনামা ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা করে। পরে আসামিরা হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে গতকাল তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।