জুলাই বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে কুড়িগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক শিশুদের মধ্যে ফলজ গাছের চারা ও টিফিন বিতরণ করা হয়েছে। গতকাল কুড়িগ্রাম এসএসসি-৯০ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে কুড়িগ্রাম চর ভেলাকোপা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে এগুলো বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন- ইউনুস আলী চৌধুরী পাখী, আশরাফুল হক রুবেল, মনিরুজ্জামান বাবুল প্রমুখ।