সেতু দেবে ও মাঝখানে ফাটল ধরার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টির পর যানবাহনের চাপে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কাকিনা খালের ওপর নির্মিত এ সেতু দেবে যায়। এরপর দুই মাস ধরে ভোগান্তি পোহাচ্ছে ওই সড়কে চলাচল করা দুই উপজেলার হাজার হাজার মানুষ। স্থানীয়রা জানায়, আখাউড়া ও কসবা উপজেলার মানুষের চলাচলের জন্য এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ। সেতু দেবে যাওয়ার পর হেঁটে চলাচল করতে এর পাশে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। তবে বেশির ভাগ লোক সাঁকো দিয়ে চলাচল না করে দেবে যাওয়া সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। সেতুর যে অবস্থা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ সড়ক দিয়ে প্রতিদিন দুই উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে ৭-৮ কিলোমিটার এলাকা ঘুরে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত টাকা খরচ ও সময় ব্যয় করতে হচ্ছে তাদের। অটোরিকশা চালক মো. আবু মিয়া বলেন, সেতুটি দেবে যাওয়ায় ইমামবাড়ির দিকে যেতে পারছি না। রোজগারও অনেক কমে এসেছে। মো. বাবুল মিয়া বলেন, যানবাহন চলাচল বন্ধ হওয়ায় আখাউড়া-কসবা যাতায়াত করতে প্রায় ৭-৮ কিলোমিটার অতিরিক্ত ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে খরচের পরিমাণও কয়েকগুণ বেড়েছে। স্কুলছাত্রী তানিয়া আক্তার বলেন, সেতুর ওপরে উঠলেই ভয় লাগে। সিএনজি চালক মো. মহসিন বলেন, টানা বৃষ্টির কারণে দুই মাস আগে এ সেতু দেবে যায়। সেতুর মধ্যে রয়েছে ফাঁটল। যে কোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে যাত্রীরা সেতুর এক পাশে নেমে হেঁটে পার হয়ে অন্য পাশে গিয়ে যানবাহনে উঠছে। যাত্রী কবির মিয়া বলেন, সেতুটি দেবে যাওয়ায় রোগী নিয়ে যাতায়াতে কষ্টের যেন শেষ নেই। ব্যবসায়ী মো. বকুল মিয়া বলেন, সেতুর সামনে নেমে মালামাল নিয়ে গিয়ে আরেকটি গাড়িতে উঠতে হচ্ছে। আখাউড়া উপজেলা প্রকোশলী মো. আমিনুল ইসলাম সুমন বলেন, আখাউড়া-কসবা সড়কে কাকিনা খালের ওপর নতুন সেতু নির্মাণ করতে ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে কুমিল্লা-চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রজেক্টের আওতায় সয়েল টেস্ট ও সার্ভে শেষ হয়েছে। প্রায় ৫ কোটি টাকার একটি বাজেট করে আমাদের অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতু নির্মাণ করা হবে।
শিরোনাম
- পাখি ডিম পাড়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ!
- কুয়েট দিবস আজ, নানা কর্মসূচি গ্রহণ
- মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর?
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে কমিটি গঠন
- গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
- ঢাকায় বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা বাড়তে পারে
- চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার
- ভোট দিতে হলে বাধ্যতামূলক ভোটার আইডি থাকতে হবে: ট্রাম্প
- আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, ২০ জনের বেশি নিহত
- গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট: প্রেসিডেন্ট এরদোয়ান
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
সেতু দেবে বন্ধ যান চলাচল
আখাউড়া-কসবা সড়কে দেবে যাওয়া সেতু
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর