অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা সংযোগ বিচ্ছিন্ন করার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল লুট করেছেন দাবি তিতাস কর্তৃপক্ষের। রূপগঞ্জ উপজেলার সোনাব এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রকৌশলী দ্বীন ইসলাম রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকৌশলী দ্বীন ইসলাম বলেন, সোনাব এলাকায় গতকাল তাঁর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছিল। তখন স্থানীয় জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লাহ, তার সহযোগী রাসেলসহ অজ্ঞাত ২০-২৫ জন তাঁর ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে বিচ্ছিন্ন টিমের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁরাও হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীরা দ্বীন ইসলামের আইডি কার্ড, সংযোগ বিচ্ছিন্নের ওয়েল্ডিং মেশিন, ক্যাবল, লোহার পাইপ, রাইজার লুট করেন। ৯৯৯-এ ফোন দিলে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        