লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের সংসদীয় আসনবিন্যাসের পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে। গতকাল লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে পৃথক এ কর্মসূচি পালিত হয়। দুটি মানববন্ধনই সংশ্লিষ্ট ইউনিয়নের ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ছিল।
টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর-২ আসন থেকে সরিয়ে লক্ষ্মীপুর-৩ আসনে অন্তর্ভুক্ত করার জন্য একটি পক্ষ মানববন্ধন করে। এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর বণিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ, অধ্যক্ষ মাহবুবুন নবী আরজু, শাহীন আলম প্রমুখ। অন্যদিকে টুমচর ও বশিকপুর ইউনিয়নকে লক্ষ্মীপুর-৩ আসনে নেওয়ার দাবি ষড়যন্ত্র উল্লেখ করে পাল্টা মানববন্ধন করে আরেক পক্ষ। এতে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, কামরুজ্জামান সোহেল, সাঈদুর রহমান চৌধুরী ভুট্টু বক্তব্য দেন।
বিএনপি নেতা হাসিবুর রহমান বলেন, ‘শাকচর ইউনিয়ন লক্ষ্মীপুর-২ আসনের সঙ্গেই ছিল। ১৯৮৬ সাল থেকে ১০টি সংসদ নির্বাচনেই টুমচর এবং বশিকপুর লক্ষ্মীপুর-২ আসনের অংশ ছিল। কে বা কারা এ দুটি ইউনিয়ন এখন লক্ষ্মীপুর-৩ আসনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। এ দাবি অযোক্তিক।’
প্রসঙ্গত, আজ ঢাকায় নির্বাচন ভবন অডিটোরিয়ামে লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের সীমানাবিন্যাস নিয়ে শুনানির কথা রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        