পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চরবালিয়াতলীর নদীরক্ষা বাঁধের জিওব্যাগ ভেসে যাওয়ায় বসতভিটা হারানোর শঙ্কায় আছেন গ্রামবাসী। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করে নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধি পেলেই পুরো গ্রাম প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। প্রবল বৃষ্টি আর ঘন ঘন নিম্নচাপের কারণে নদীর ঢেউয়ের তোড়ে এ বাঁধ টেকে না। এর আগে সাময়িক মেরামত করলেও তাতে কোনো সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, জোয়ারের সময় প্রায় প্রতিটি রাতে আমরা শঙ্কায় থাকি। শুধু ঘরবাড়িই নয়, কৃষিজমি ও গবাদিপশুও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের দাবি জানান তিনি। পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী শাহআলম জানান, নদীর পশ্চিম তীর ভাঙনপ্রবণ। জিওব্যাগ দিয়ে ভাঙন রক্ষা করা হয়েছে। কিন্তু চরবালিয়াতলীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তা ঠেকানোর চেষ্টা চলছে।