অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নরসিংদীতে সবজির দাম বেড়েছে। কয়েক সপ্তাহে সব ধরনের সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। পাইকারি বাজারে দাম কিছুটা কম থাকলেও মধ্যস্বত্বভোগী ও খুচরা ব্যবসায়ীদের কারসাজিতে সবজির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ফলে বাজারে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মনিটরিং না থাকায় এমন পরিস্থিতি।
বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ কয়েক আগেও যে সবজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। সে সবজি এখন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেলাব উপজেলার বারৈচা সবজির হাটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি করলা পাইকারি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৩৫ থেকে ৫০ টাকা, পটোল ৪০ থেকে ৫০ টাকা, শসা ৩০ টাকা, বেগুন ২০ থেকে ২৫ টাকা, ছরিকচু ২৫ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০ টাকা, টম্যাটো ১২০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচের কেজি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উপপরিচালক মো. আবদুল হাই বলেন, অতিবৃষ্টির কারণে কিছু এলাকার সবজি নষ্ট হয়েছে। তাই বাজারে দাম একটু বেশি।