মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি শামসুল আলম লায়লা জানান, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে অতর্কিত অফিসে হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র, ব্যানার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হায়াতকে মারধর করে গুরুতর আহত করে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা এখনো হুমকি দিচ্ছে, ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        