কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও হামলার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুজন ইজারাদারসহ ৭০০ জনের নামে মামলা হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন গতকাল ইজারাদার ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্নাকে প্রধান আসামি করে সদর থানায় মামলা দুটি করেন। গত শুক্রবার স্টেডিয়ামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। পুলিশসহ অন্তত আহত হন ৫০ জন।