আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের দক্ষিণাংশকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতায় আনার উদ্যোগের অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও প্রতিবাদ দেখা দিয়েছে। জানা যায়, ৬ অক্টোবর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি চিঠি পাঠায়, যেখানে কাঁচপুরের দক্ষিণাংশকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত চাওয়া হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাঁচপুর ও আশপাশের এলাকায় বিক্ষোভ করে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কাঁচপুর বাজারে কয়েক শ মানুষ বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় বি এম ডালিম বলেন, ‘সোনারগাঁ মানে ইতিহাস, সংস্কৃতির ও গর্ব। মানচিত্র নিয়ে খেলা মেনে নেওয়া হবে না।’ স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা অভিযোগ করেছেন, ‘এটি উদ্দেশ্যপ্রণোদিত একটি পরিকল্পনা।’
ইউএনও জানান, ‘প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’