ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন থেকে যুবকের খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া বাগেরহাট ও কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে আরও দুজন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় রেললাইন থেকে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বয়সি ওই যুবকের লাশ রেললাইনে পড়েছিল। তবে কোনো ট্রেনের নিচে কাটা পড়েছে কেউ বলতে পারছেন না। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত যুবকের নাম কবির। তিনি চাঁদপুরের বাসিন্দা। বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে ট্রেনে কাটা পড়ে নিয়াম মিনা (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে খুলনা-মোংলা রেল লাইনের ফকিরহাট উপজেলার ভট্রখামার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের সামাদ মিনার ছেলে। কক্সবাজার : কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনের রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।