দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক প্রভাষকসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
ঠাকুরগাঁও : গতকাল দুপুরে রুহিয়া-আটোয়ারী সড়কের উত্তরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রঞ্জু বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রঞ্জু তার স্বামীর মোটরসাইকেলে করে আটোয়ারী বাজারে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ বর্মণ (৩৫) নামে এক ব্যক্তি মারা যান। চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার ডায়াবেটিক হাসপাতালের সামনে গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বগুড়া : বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় ফেরদৌস (১৬) নামের এক হেলপার নিহত হয়েছেন। লালমনিরহাট : লালমনিরহাটে বিএনপির দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান সাবুর (৪৫) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে। তিনি মান্নান আদিতমারী উপজেলার সাপটিবাড়ী খাতাপাড়ার বাসিন্দা। তিনি লালমনিরহাট আদর্শ কলেজের প্রভাষক ছিলেন। গাইবান্ধা : পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী রাকিব মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মৌলভীবাজার : মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় সালাউদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।