লালমনিরহাট সদরের হারাটি ইউনিয়নে সতী নদীর ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে জেলা যুবদল। সাঁকো নির্মাণে দুই পাড়ের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সাঁকো উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদল আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব হাসান আলী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, নদীর দক্ষিণ পাশে আরাজি টাপুরপাড় এবং উত্তর পাশে মালতাপাড়া গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। বয়োবৃদ্ধ আবদুল হামিদ বলেন, মজবুত সাঁকো তৈরি করায় নদী পারাপারে ভয় ও ভোগান্তি দূর হলো।