খুলনার আটরা গিলাতলা এলাকার কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল মাতমদাঙ্গা ল্যাটেক্স প্ল্যান্টের পেছনে পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ জানায়, লাশের বাম হাতের কনুইয়ের ওপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতচিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া থুঁতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ। ওসি মো. তুহিনুজ্জামান বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।