ঢাকার কেরানীগঞ্জ, গোপালগঞ্জের মুকসুদপুর ও গাইবান্ধার সাঘাটায় হত্যার শিকার হয়েছেন তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর-
কেরানীগঞ্জ (ঢাকা) : উপজেলার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি গ্রামে গতকাল ভোরে ডাকাত সন্দেহে রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলামের ছেলে। জানা যায়, ভোরে ডাকাত সন্দেহে রাজ্জাককে পিটুনি দেয় এলাকাবাসী। কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।
গোপালগঞ্জ : মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদের জেরে লাঠির আঘাতে পঞ্চম শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ (১২) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বরইহাটি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ইয়াসিনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে একই গ্রামের জামাল শেখের ছেলে দশম শ্রেণির ছাত্র রিফাত শেখ।
গাইবান্ধা : সাঘাটা উপজেলায় শরিফ রহমান শুভ (২৯) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে সৎমা শেফা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। শেফা বেগম উপজেলার নশরতপুর এলাকার জবিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। গতকাল র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।