দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ঘোড়াঘাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে গোলাম মোস্তফা (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোলাম মোস্তফা দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের মৃত মো. আবুল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার এসআই দুলাল হোসেন জানান, গোলাম মোস্তফার সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে বসত ভিটার জমি নিয়ে ছোট ভাই লাল মিয়ার তর্ক বাঁধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাল মিয়া ও তার ছেলে জিহাদ লাঠি সোঠা নিয়ে মোস্তফার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকালে লাল মিয়ার লাঠির আঘাতে গোলাম মোস্তফা গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন