বান্দরবান লামা উপজেলায় স্কুল শিক্ষিকা স্ত্রী মাইক্য চিং মার্মাকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার স্বামী থোয়াই শৈ মং মার্মা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে জেলার লামা উপজেলার সমিল পাড়ায় শুক্রবার রাত ৯টার দিকে স্কুল শিক্ষিকা মাইক্য চিং মার্মাকে (২৮) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করেন তার স্বামী থোয়াই শৈ মং মার্মা। পরে স্বামী থোয়াই শৈ বিদ্যুতিক তারে নিজের হাত জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাইক্য চিং মার্মা লামা রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে জেলার লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়ার উক্যাজাই মার্মার মেয়ে মাইক্য চিং মার্মার সঙ্গে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকার বাসিন্দা থোয়াই শৈ মং মার্মার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে কলহ লেগেই ছিল। এই কলহের জের ধরেই মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/ এস আহমেদ