কক্সবাজারের টেকনাফে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হওয়া ওই পাচারকারীর নাম ছৈয়দ আলম (৪৩)। সে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মেৌলভীবাজার এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা মেৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া মানব পাচারে জড়িত ছিল বলে অভিযোগ। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ ছৈয়দ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ