জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ আবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অধ্যাপক এমরান আল আমীন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জাতীয় পরিষদ সদস্য সায়খুল ইসলাম, জাসদ নেতা মোস্তাফিজুর রহমান, প্রভাষক শেখ সাজ্জাদ হোসেন, জেলা যুব জোট সভাপতি সাজ্জাদ আলম, জেলা ছাত্রলীগ সভাপতি মফিদার রহমান বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৫/ রশিদা