রাজশাহীর দুর্গাপুরে সাপের কামড়ে আবদুস সাত্তার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সাপের কামড়ের পর আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভাংগীরপাড়া এলাকার মৃৃত বয়েজ উদ্দিনের ছেলে।
আবদুস সাত্তারের ভাতিজা রবিউল আলম জানান, তার চাচা কাজ শেষে শুক্রবার রাত ১১টার দিকে নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় তার কাঁধের বাম দিকে একটি সাপ কামড় দেয়। সাপের কামড়ে ঘুম ভেঙে যায় ও এরপর তিনি নিজেই সাপটিকে মেরে ফেলেন। এর কিছুক্ষণ পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। আজ দুপুরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ