সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক পাষান আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্যমন্ত্রী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।
বক্তব্য রাখেন বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ কে এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক আব্দুল কাদের চান প্রমুখ।
বিকেলে প্রত্যক্ষ সমর্থনে সভাপতি হিসেবে সাহেব আলী ও সাধারন সম্পাদক ফরহাদ মিয়া নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন