বে-সামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে যখন মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে ঠিক তখনি বিদেশী নাগরিক হত্যা করে আমাদের পিছিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিদেশী নাগরিক হত্যার পর বিদেশ থেকে বলা হলো ইসলামীক এস্টেটের গোষ্ঠি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এদেশে ইসলামীক এস্টেটের গোষ্ঠির কোন অস্তিত্ব নেই। বিএনপি জামায়াত মিলে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটানোর চেষ্টা করেছিল। আর আমরা জঙ্গীদমন করে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছি। বিএনপি জামায়াত চেষ্টা করেও দেশের উন্নয়নে বাধা দিতে পারবে না। তাদের সাথে জনগণ নেই।
আজ শনিবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ২৬ তম বর্ষপূর্তি ও রজত জয়ন্তী উৎসবের আলোচনা সভায় মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান, বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন বগুড়ার প্রধান উপদেষ্টা তরণ কুমার চক্রবর্তী, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, জাতীয় শ্রমিক ফেডারেশন বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল, ডেকোরেশন শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মনছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন ২০১৫ সালের জানুয়ারী মাসে বিএনপি জামায়াত জোট দেশে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তার পরেও তারা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি। পারবেও না। আগুন দিয়ে রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া হবে না। বগুড়ার অনেক উন্নয়ন হয়েছে এবং আরো উন্নয়ন হবে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন