মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন (২০১৫-১৬) আজ শনিবার সকাল ১১টায় সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী’র বাস ভবনে অনুষ্টিত হয়।
পৌর কাউন্সিলর আয়াছ আহমদ এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদীকা ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এম পি বেগম খালেদা রব্বানী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ৭নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বাদশা, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমদ, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত সহ প্রমুখ।
সমাবেশ শেষে উপস্থিত জনসম্মুখে বিএনপির তৃনমূলের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি, মৌলভীবাজার পৌর বিএনপি ও সদর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদকে সভাপতি, শামীম আহমদকে সহ-সভাপতি ও আলাউদ্দিন রানাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত সদর উপজেলা কমিটি ঘোষনা করা হয় ।
মৌলভীবাজার পৌর বিএনপি’র নবগঠিত কমিটিতে এম এ রকিবকে সভাপতি, সৈয়দ মমসাদ আহমদ সিনিয়র সহ-সভাপতি, বদরুল আলম নোমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে উপস্থিত সবাই হাত তালি ও স্লোগান দিয়ে প্রধান অতিথি সহ সকল অতিথি ও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন