বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের সহায়তায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টমম শ্রেণির এক ছাত্রী। উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের শাহআলম মৃধার কিশোরী মেয়ে শামীমা আক্তারের (১৩) সাথে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার রাজাপুর গ্রামের কদম মোল্যার ছেলে মিরাজ মোল্যার (২৫) বিয়ে ঠিক হয়।
বিয়ের জন্য নির্ধারিত দিন ছিল আজ ৩১ অক্টোবর শনিবার। প্রশাসন এ খবর জানতে পেরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করে। থানার এসআই শাহজালাল সকালেই লখারমাটিয়া গিয়ে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এসময় বর পক্ষের কোন লোকজন ওই বাড়িতে এসে না পৌঁছানোয় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন