নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাহাপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে ৪ দিন পর শনিবার বিকেলে চট্টগ্রামের সিতাকুন্ড থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বখাটে সালাহউদ্দিন ও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গত ২৮ অক্টোবর স্কুল ছুটির পর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে করার জন্য জোরপূর্বক সালাহউদ্দিন ও তার সহযোগী মহিউদ্দিন মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর সালাহ উদ্দিন ওই ছাত্রীকে চট্টগ্রাম সিতাকুন্ডে তার বড় ভাইয়ের বাসায় রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে অপহরণের মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৫/মাহবুব