টাঙ্গাইল সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ দশ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তাদের কাছ থেকে দু’টি এলজি, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, তিনটি কিরিজ ও ছয়টা রাম’দা উদ্ধার করা হয়।
শনিবার উপজেলার গালা ইউনিয়নের সদুল্লাপুর গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
আটকেরা হলেন-সদর উপজেলার চাকতা গ্রামের মুন্তাজ আলীর ছেলে জহিরুল ইসলাম (৩০), দেওয়া গ্রামের শাহজাহান শিকদারের ছেলে আমিন সিকদার (২৮), মির্জাপুরের নগর ভাতগ্রামের মৃত মাখন খানের ছেলে রাজু আহম্মেদ (২৮), ঘাটাইলের আশারিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৬), বাছেত সিকদারের ছেলে হাবিবুল্লাহ (২২), সদর উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে লিটন মিয়া, বাবুল মিয়ার ছেলে রাব্বি মিয়া (১৮), গালা গ্রামের জয়েন মিয়ার ছেলে মফিজুল (২০), ওমর আলীর ছেলে আরিফুল ইসলাম (২০) ও সদুল্লাপুর গ্রামের ওমর আজমত আলীর ছেলে আলমগীর (২৭)।
র্যাব-১২’র কোম্পানির কমান্ডার মহিউদ্দিন ফারুকী আগ্নেয়াস্ত্রসহ দশ জনের আটকের বিষয়টি জানান।
আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা ও থানায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন