হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের হাফেজ আবু তাহেরের (৪০) বিরুদ্ধে স্ত্রী হোসনা আক্তারকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবু তাহেরকে আটকও করেছে।
শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা পুলিশ হোসনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উচাইল চারিনাও গ্রামের হাফেজ আবু তাহেরের সঙ্গে জমি জমা নিয়ে একই গ্রামের নজিবুর রহমান চৌধুরীর বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে শনিবার দুপুরে আবু তাহেরের স্ত্রীর মরদেহ নজিবুর রহমান চৌধুরীর ধানের জমিতে পাওয়া যায়। নজিবুর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী হত্যার অভিযোগ তুলে মরদেহের বিষয়ে আবু তাহের থানায় জানায়।
এদিকে, পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় সন্ধ্যায় আবু তাহের নিজেই মরদেহ নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে যান। পরে মরদেহ হাসপাতালে রেখে থানায় মামলা করতে যান তাহের। এ সময় তার কথা-বার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, আবু তাহেরের কাথায় সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আটক করতে পুলিশ উচাইল চারিনাও গ্রামে অভিযান চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন