নাশকতার মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান মিয়াজী ও যুবদল কর্মী বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে পৌরসভার টোরাগড় গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে টোরাগড় গ্রাম থেকে নাশকতা মামলায় যুবদল কর্মী বাপ্পিকেও গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব