ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পরেন্দপুর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন জানান, সকাল ৮টার দিকে স্থানীয় গ্রামবাসী একটি লাশ পরেন্দপুর নাজমুল ইসলামের মেহগনি বাগানের ভেতর পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, পুলিশ ধারণা করেছে সন্ত্রাসীরা কোন স্থান থেকে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে গেছে। তবে কী কারণেতাকে হত্যা করেছে তা পুলিশ বলতে পারেনি।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব